সর্বশেষ খবর:

পান কিনলে কনডম ফ্রি!

জনসংখ্যার চাপ কমাতে ব্যতিক্রমধর্মী এক পদক্ষেপ গ্রহণ করেছেন ভারতের বিহার রাজ্যের এক পান বিক্রেতা। তিনি ক্রেতাদের পানের সঙ্গে বিনামূল্যে কনডম দিচ্ছেন।

বিহারের কাতিহার জেলার ওই পান বিক্রেতা নন্দলাল শাহ বলেন, ‘যারাই আমার পানের দোকান পরিদর্শন করতে আসেন, তাদের সবাইকে আমি বিনামূল্যে কনডম নেওয়ার প্রস্তাব দিচ্ছি। অনেকেই এটি গ্রহণ করছেন। এটা জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করবে।’


৪০ বছর বয়স্ক এই পান বিক্রেতা জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে এটা আমার ছোট পদক্ষেপ ও সাহায্য মাত্র। অনেক এনজিওকর্মী এখন তার পানের দোকানে ভিড় জমাচ্ছেন। বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন এনজিও ও অন্যান্য সামাজিক ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠান তাকে কনডম সরবরাহ করছে।


এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যখন এনজিও বা মেডিক্যাল প্রতিনিধিদের কাছ থেকে কনডম পেতে ব্যর্থ হয় তখন কিনে জনগণের মাঝে বিতরণ করি।’


শাহ আরো বলেন, ‘বিনামূল্যে কনডম বিতরণ করায় পানের বিক্রিও বেড়েছে। নতুন অনেকে পান কিনতে আসেন কনডম পাওয়ার আশায়।’ বিহার ভারতের ঘনবসতিপূর্ণ রাজ্যের একটি।





    Blogger Comment
    Facebook Comment