সর্বশেষ খবর:

পরীমনির না, মিমের দিকে নজর পরিচালকের

mim and pori moni

সবকিছুই ঠিক কেবল অপেক্ষা করা হচ্ছিল নির্দিষ্ট তারিখে শুটিং শুরু হওয়ার। কিন্তু সেটি আর হচ্ছে কই! নায়িকা পরীমনির জন্য অবশেষে আটকে যাচ্ছে নির্মাতা তারেক শিকদারের নতুন ছবি ‘দাগ’-এর শুটিং।

চলতি মাসেই বাপ্পীর বিপরীতে ছবিটির শুটিং শুরু হওয়ার চূড়ান্ত কথা ছিল পরীমনির। হঠাৎ করেই মিথ্যা কিছু অজুহাত দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ালেন ঢালিউডের ব্যর্থ নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পরীমনি। তার বদলে বিদ্যা সিনহা মিমকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালক।

‘দাগ’ থেকে পরীমনির সরে দাঁড়ানো প্রসঙ্গে ছবিটির পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমরা যখন ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই মুহূর্তে পরীমনি এতে শিডিউল দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন। কিন্তু শুটিং শুরু করার সব প্রস্তুতি শেষ করেও পরীমনির এই খামখেয়ালিপনার জন্য পিছিয়ে যাচ্ছে এটির কাজ। সময়মতো ছবিটির শুটিং শুরু করতে না পারলে আমাদের প্রযোজকরাও বিপাকে পড়ে যাবেন।’

ছবিটির জন্য নেয়া সাইনিং মানিও পরীমনি ফেরত দেবেন বলে জানিয়েছেন পরিচালককে। তবে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আর পরীমনির মতো উঠতি নায়িকাদের জন্যই এটি আরও উচিত নয় বলে মন্তব্য করেছেন নির্মাতা।

তবে এ বিষয়ে পরীমনির বিপক্ষে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে কিছুই জানায়নি ছবিটির পরিচালক।

প্রসঙ্গত, এর আগে ছবিটিতে পরীমনির পাশাপাশি আচলকে নেয়ার কথা ছিল। কিন্তু পরীর কারণে ছবিটিতে আচলের চরিত্র ছোট হয়ে আসায় এটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনিও।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বিদ্যা সিনহা মিমকে নিয়েই অবশেষে ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক।
    Blogger Comment
    Facebook Comment