সর্বশেষ খবর:

এই সময়ে আলাদা কথা বলার অযুহাতে আমাদের শারীরিক সম্পর্ক হয়, ওর প্রেমিক আছে...


আমি ওকে প্রথমে কলেজে দেখি, ভাললাগা ওখান থেকেই। বন্ধুর জন্মদিনের বাহানা ধরেই ওর সাথে কথা শুরু। পরে জানলাম ওর প্রেমিক আছে। ৪ বছর ধরে সম্পর্ক। ধীরে ধীরে আমরা আরও বেশি থেকে বেশি কথা বলি। ঘুমের থেকে উঠে এমনকি ঘুমাতে যাওয়া অব্দি।একদিন সে বলল আমাদের বাসায় অসবে না কিন্তু বাসার এই দিকে আসবে। একদিন ঠিকই আমরা আসলাম। বাসে ও আমাকে হঠাৎ কিস করল, লাইফের ফার্স্ট কিস উইথ ৪৪০ ভোল্ট প্রবাহিত হল আমার উপর দিয়ে। ওর বাস্ পর্যন্ত দিয়ে আসতে মোট ৭ বার কিস করল আমায় ,আর অবশেষে আমি রিকশায় ওকে লিপ কিস করলাম।

তারপর প্রতিদিনই ফোনে কথা বলার আগে পরে মাঝে আমাদের কিস হত। বাসে ঘুরতে যাওয়ার কথা জানতে পেরে ওর প্রেমিক ওকে চড় মারে আমার সামনে। খুব খারাপ লাগে। আর যেতে না করে দেয়। আমরা ফোনে কথা চালিয়ে যাই। ওর প্রেমিক ওর সিমে এমন কাজ করে রাখে যাতে কী কথা হয় সব জানা য্য়। একদিন সব রেকর্ড নিয়ে আমার সামনে হাজির। আর যেন এমনটা না হয়, কথা বলা একদম নিষেধ করে দেয় আমাদেরকে। আমরা নতুন সিম দিয়ে কথা বলতে থাকি, গোপনে দেখাও করি। এভাবে চলতে থাকে।

একদিন আমাদের এই দিকে ঘুরতে এসে ও আমাদের বাসায় আসতে চায়, আমিও নিয়ে আসি। বাসায় আম্মা ও ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দেই। আস্মা খাবার তৈরি করে ও ছোট বোন আম্মাকে সাহায্য করতে অন্য রুমে যায়। এই সময়ে আমরা আলাদা কথা বলার অযুহাতে আমাদের শারীরিক সম্পর্ক হয়। তারপর খাওয়া দাওয়া করে আমি ওকে বাসায় পৌছে দেই। মোট তিন বার আমাদের মধ্যে সেক্স হয়। আমাদের মধ্যে সবই হয়েছে।

আমি ওকে অনেক বার ভালবাসি বলেছি, ও একবার ও বলেনি। সেই দিন ও আমায় বলে এগুলো ঠিক না, গোপনে কথা বলা, দেখা করা। আমার প্রেমিক আছে। আমার বাসার সবাই আমার প্রেমিকের কথা জানে। আমাদের উচিৎ আর সামনে না যাওয়া। আমি তেমন কিছুই বলতে পারি নি কান্না করা ছাড়া। এর আগেও কয়েক বার এমন কথা সে আমায় বলছে। এমন অবস্হায় আমার কি করণীয়? আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমায় সে বলছে ভুলে যেতে, আমি ও আমার ভবিষ্যৎ এর জন্যই ভালো। ফোনে কথা বলার সময় ওর কাছে হাত জোড় করে আরও কিছুদিন সময় ভিক্ষা চাই যতদিন না আমার গ্রাজুয়েশন কমপ্লিট না হয়। ও এতে রাজি হয়। চলছে আমার ভিক্ষা চাওয়া সময়। প্রায় প্রতি রাত মেয়েদের মত কান্না করি। তাঁরও তো কিছুই করার নেই। এখন আমার আর অধরার কী করনীয়?


পরামর্শ

দেখুন ভাই, দুঃখের সাথে বলতে হচ্ছে যে যে মেয়েটিকে আপনি এত ভালোবাসেন, সে আসলে মোটেও সুবিধার মানুষ নয়। আপনার চিঠির অনেক কথাই আমার কাছে অস্পষ্ট মনে হলো, অনেক কথাই সঠিক মনে হলো না। যেমন, মা বাসায় থাকা অবস্থায় আপনার কীভাবে শারীরিক সম্পর্ক করলেন? কিন্তু তারপরও বলবো যে মেয়েটি ভালো নয়। যে মেয়ে প্রেমিকার সাথে প্রতারণা করে আরেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, সে যে আপনার সাথে প্রতারণা করে আরেকজনের কাছে যাবে না সেটার গ্যারান্টি কী ভাই?

যাই হোক, আমার মনে হই এই মেয়ের সাথে সম্পর্ক না রাখাই আপনার জন্য ভালো। আর নিজের ভালোর জন্য হলেও যত দ্রুত সম্ভব এর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। কেউ কাউকে ছাড়া মরে যায় না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সময়ের সাথে সবই ঠিক হয়ে যাবে। ফোনে কথা বলাবলি ও দেখা সাক্ষাৎ বন্ধ করে লেখাপড়ায় মন দিন। মেয়েটি আপনাকে ব্যবহার করেছে , এখনো করছে। সেটা হতে না দেয়াই ভালো।

পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
এডিটর ইন চার্জ (প্রিয় লাইফ-সায়েন্স ও প্রিয় আনসার)
প্রিয়.কম থেকে সংগ্রহকৃত

    Blogger Comment
    Facebook Comment