সর্বশেষ খবর:

সেক্সটয়ের কম্পনে বোমাতঙ্ক!


ময়লার ঝুড়ি থেকে কম্পনের শব্দ পাওয়ার পর বুধবার রাতে ইতালীর শহর মোদেনাতে শুরু হয় বোমাতঙ্ক।

খুব গুরুত্বসহকারেই নেওয়া হয় বোমাতঙ্কের ওই খবর। সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আতঙ্ক ছড়ানো স্থানের ৬৫০ বর্গফুট এলাকা বন্ধ করে দেন।

পরবর্তীতে দেখা যায় আতঙ্ক ছড়ানো ওই জিনিসটি আসলে বোমা নয়। সেটা আসলে কম্পমান একটি সেক্সটয়।

ধারণা করা হচ্ছে সেক্সটয়টি ফেলে দেওয়ার আগে সেটির মধ্য থেকে ঠিকভাবে ব্যাটারি না সরানোর কারণেই সেটি কেঁপে উঠে ছিল।
    Blogger Comment
    Facebook Comment