সর্বশেষ খবর:

'মাহির স্তন ও গোপনাঙ্গের বাম পাশে তিল রয়েছে'

এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর লড়াই বেশ জমে উঠেছে। চিত্র নায়িকা মাহিয়া মাহির বিয়ে কেলেংকারি নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মাঝে হানিমুনের নামে দেশ ছেড়ে পালিয়েছেন এ নায়িকা। কথিত স্বামীর বিরুদ্ধে মামলা করে এখন দৃশ্যপটে নিজেই নেই।

সম্প্রতি ঘটা করে বিয়ের পিঁড়িতে বসা মাহিয়া মাহির করা মামলার আসামি শাহরিয়ার ইসলাম শাওন দাবি করেছেন, তার সঙ্গে আগেই এই চিত্রনায়িকার বিয়ে হয়েছিল।

এদিকে, মন ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী পারভেজ মাহমুদ অপুর। মাহিয়া মাহি অনেকটা লুকিয়ে ব্যবসায়ী পারভেজের সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেললেও শেষ পর্যন্ত তা আর গোপন থাকেনি।তাই তড়িঘড়ি করে পরের দিন মাহি তার স্বামীকে নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হন।স্বামী পারভেজকে সাংবাদিকদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন।

এরই মাঝে শাওনকে জেলখানায় পাঠিয়ে দেয়া হয়েছে। জেলে বসেও চুপ নেই মাহির কথিত স্বামী। তার সঙ্গে বিয়ে এবং দৈহিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করছেন সবার কাছে। নতুন করে জানিয়েছেন, মাহিয়া মাহির শরীরে মোট কতটা তিল আছে তাও তিনি জানেন। এমনকি তার স্তন এবং গোপনাঙ্গের বাম পাশে তিল রয়েছে বলে জানান শাওন।
    Blogger Comment
    Facebook Comment