রিগ্রেশন’ নামের একটি মুভিতে টপলেস হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এমা ওয়াটসন। আগামী বছরের ২৮ আগস্ট এটি মুক্তি পাবে। কিন্তু আমেরিকার কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটির প্রিমিয়ার শো দেখে বোদ্ধারা মনে করছেন, নগ্ন দৃশ্যটির কোনো প্রয়োজনই নেই।
১৯৯০ সালের প্রেক্ষাপটে ‘রিগ্রেশন’ পরিচালনা করেছেন আলেহান্ড্রো আমেনাবার। এর গল্প এক পিতাকে নিয়ে যিনি নিজের মেয়ে অ্যাঞ্জেলাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার হন। অ্যাঞ্জেলার চরিত্রে দেখা যাবে ২৪ বছর বয়সী অভিনেত্রী এমাকে। ছবিটিতে এমার সঙ্গে আরও রয়েছেন মেরিল স্ট্রিপ, ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক।
‘হ্যারি পটার’ সিরিজের তারকা এমা ২০১৪ সালেই জাতিসংঘের নারী শাখার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফাউন্ডেশন ফর ওমেন তাকে চলতি বছরের সেরা নারীবাদী তারকার খেতাব দিয়েছে।
১৯৯০ সালের প্রেক্ষাপটে ‘রিগ্রেশন’ পরিচালনা করেছেন আলেহান্ড্রো আমেনাবার। এর গল্প এক পিতাকে নিয়ে যিনি নিজের মেয়ে অ্যাঞ্জেলাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার হন। অ্যাঞ্জেলার চরিত্রে দেখা যাবে ২৪ বছর বয়সী অভিনেত্রী এমাকে। ছবিটিতে এমার সঙ্গে আরও রয়েছেন মেরিল স্ট্রিপ, ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক।
‘হ্যারি পটার’ সিরিজের তারকা এমা ২০১৪ সালেই জাতিসংঘের নারী শাখার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফাউন্ডেশন ফর ওমেন তাকে চলতি বছরের সেরা নারীবাদী তারকার খেতাব দিয়েছে।
Blogger Comment
Facebook Comment