সর্বশেষ খবর:

হোটেলে থার্টি ফার্স্ট নাইট উপভোগ করবেন নায়লা!

বিতর্কিত ড্রেস আর উল্টাপাল্টা ফটোশুটের কারণে ইতিমধ্যে বাংলাদেশী সানি লিওনের তকমাটা পেয়েছেন তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই সাবেক ছাত্রীটি অভিনয় নয় গ্ল্যামার আর শরীরী ভাষায় নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন।

নিশ্চই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ পাঠক ঠিকই ধরেছেন। বলছি নায়লা নাঈমের কথা।

এবার তিনি নিজেকে মেলে ধরার আরো একটি ঘোষণা দিয়েছেন। আসছে থার্টি ফার্স্ট নাইটে হোটেলে উন্মত্ততা দেখাবেন তিনি। তার এমন ঘোষণায় তরুণদের মনে কাঁপুনি ধরতেই পারে।

সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে থাকবে নায়লা নাঈমের পরিবেশনা। তিনি ডিজে পার্টিতেও নাচবেন।

তিনি বলেন, সবাই মিলে মজা করবো, উপভোগ করবো রাতটি। থার্টি ফার্স্ট নাইটকে মনে রাখার মতো কিছু করতে চান নায়লা।

সুত্রঃ campuslive24
    Blogger Comment
    Facebook Comment