সর্বশেষ খবর:

ম্যাগাজিনের জন্য অনুষ্কা শর্মার উত্তেজক ফটোশ্যুট (ভিডিওসহ)

এর আগে বিরাট কোহলিকে বোল্ড করেছেন বলিউড মেগাস্টার অনুষ্কা শর্মা।এবার তাঁর নয়া ফটোশ্যুটে কিফ্যানদের কাত করতে চলেছেন তিনি? একটি ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার জন্য বেশকিছু ‘হট’ ছবি তোলা হয়েছে তাঁর। এপর্যন্ত এগুলিই বলিউড তারকা অনুষ্কার সবচেয়ে সাহসী ছবি।ওই ম্যাগাজিনের জন্য তোলা ফটোশ্যুটে তিনি বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন।

এই মুহূর্তে অনুষ্কা বলিউডের বিভিন্ন ছবিতে বিভিন্ন রোলে অভিনয় করছেন।১৯শে ডিসেম্বর মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি পিকে।সেখানে তাঁর চরিত্র বেশ অন্যরকম, ব্যতিক্রমী। সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

    Blogger Comment
    Facebook Comment