অন স্ক্রিনে আর চুমু খাবেন না সানি!
এ যেন বেড়াল বলে মাছ ছোঁব না, কাশী যাব। পর্দায় তার সামান্য একটু শরীরী হিল্লোলে আসমুদ্র-হিমাচলের আপামর পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। সেই তার মুখে এ কী কথা!
অন স্ক্রিনে সানি লিওন নাকি আর চুমুই খাবেন না! হাজার হাজার ফ্যানের মন ভেঙে এমনই সিদ্ধন্ত নিলেন তিনি।
সানিকে শেষ বার পর্দায় কিস করতে দেখা গিয়েছে 'রাগিনী এমএমএস ২'-তে। এরপর 'এক পহেলি লীলা', 'কুছ কুছ লোচা হ্যায়', 'মস্তিজাদে' বা 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও পর্দায় লিপ-লক করতে দেখা যায়নি প্রাক্তন এই পর্ন স্টারকে।
শুধু তাই নয়, এর পর থেকে আর কোনো ছবিতেই নায়ককে রোম্যান্টিক-হট ‘স্মুচ’ করবেন না সানি।
সানির এই সিদ্ধান্তে হঠাৎই মাথায় হাত পরিচালকদের। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়। আর নায়িকা না চাইলে কিছুই করার নেই।
সানির ভক্তদের অপাতত সন্তুষ্ট থাকতে হবে অল্পতেই। তবে কি কারণে হঠাৎ এমন সিদ্ধন্ত নিলেন সানি তা জানা যায়নি।
সূত্র: আনন্দবাজার।
Blogger Comment
Facebook Comment