সর্বশেষ খবর:

মেয়েকে বিখ্যাত বানাতে সেক্স ভিডিও ফাঁস করেন মা!


মেয়েকে বিখ্যাত বানাতে সাবেক ছেলেবন্ধুর সঙ্গে তার সেক্স ভিডিও ফাঁস করে দিয়েছিলেন মা। এই কাজটি করেছিলেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের মা!

কার্দাশিয়ান ডাইনেস্টি নামে একটি নতুন বইয়ে এমন দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাতারাতি সুপারস্টার বানানোর নেশায় মা ইচ্ছাকৃতভাবেই সাবেক ছেলেবন্ধু রে জে’র সঙ্গে কার্দাশিয়ানের সেক্স-টেপ ভিডিও ফাঁস করে দিয়েছিলেন।
যদিও এই বিতর্কিত ভিডিওটি প্রকাশ করার জন্যে ভিভিড এন্টারটেইনমেন্ট নামের একটি সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন কিম।

বইটির লেখক ইয়ান হালপারিন দাবি করেছেন, ভিডিওটি ফাঁস করা ছিল একটি বড় পরিকল্পনারই অংশ।


ইয়ান হালপারিন আরও দাবি করেন, অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির এক সূত্র তাকে জানিয়েছে, কিম এবং প্যারিস হিল্টনের একজন কমন ফ্রেন্ড তাদের পরামর্শ দিয়েছিলেন, একটা সেক্স টেপ প্রকাশ করে দিলে, এই পথে সাফল্য পাওয়া অনেক সহজ হবে।

ভিভিড এন্টারটেনমেন্ট এর এক মুখপাত্র জানান, মূলত কোনও সেক্স ভিডিওই দু’পক্ষের সই এবং অনুমতি ছাড়া বাজারে প্রকাশ করা যায় না। তিনি দাবি করেন, ২০০৩ সালে এই ভিডিও প্রকাশের আগে কিম-এর পরিবারের লোক এবং তাদের সংস্থা একটি চুক্তিতে সই করেছিলেন।
    Blogger Comment
    Facebook Comment