ইউটিউবে সানি লিওনের নতুন গান (ভিডিও)
সাবেক পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন ‘দো পেগ মার’ নামে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। সম্প্রতি ইউটিউবে গানটি রিলিজ দেওয়া হয়েছে। গানটিতে সানিকে দেখা গেছে চিরচেনা রুপে।
‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার এই গানটি ইতোমধ্যে আলোচনার শীর্ষে ওঠে এসছে। গানটিতে সানির পাশাপাশি দেখা গেছে তানুজ ভিরওয়ানিকে। সিনেমায় সানির বিপরীতে অভিনয় করছেন তিনি।
‘দো পেগ মার’ গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী নেহা কাক্কর। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডিসুজা। সিনেমাটি আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে।
Blogger Comment
Facebook Comment