সর্বশেষ খবর:

২০১৬ সালের এস এস সি ( জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা ) তে জিপিএ ৫ প্রাপ্তদের সরাসরি সরকারি চাকরি

২০১৬ সালে এস এস সি তে জি পি এ ৫ পাওয়া কিছু ছাত্র ছাত্রীরা বিশ্বজগত এর অজানা অনেক বিষয় এক নিমিষেই বিশ্বকে জানিয়ে দিয়েছেন । তারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন তাদের মেধা ।
বাংলাদেশ এর মানুষ এতদিন যা ভুল জানত তা তারা শুধরে দিয়েছেন । যেমন পিথাগোরাস যে একজন উপন্যাসিক তা আমাদের নিকট ছিল অজানা । তা তারা নতুন করে আমাদেরকে জানিয়েছেন।

লাইট এর ক্ষেত্রেও এনেছেন ব্যাপক পরিবর্তন। অপারেশন সার্চ লাইট বলতে এতদিন অন্য ধারণা থাকলেও তারা নতুন করে আমাদের জানিয়েছেন যে , অপারেশন সার্চ লাইট আসলে অপারেশন করার সময় যে লাইট জ্বালানো হয় সেটিকে বুঝায় ।



এছাড়াও বাংলাদেশ এর স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর , বিজয় দিবস ২৬ ডিসেম্বর বলে নতুন করে বাংলার প্রকৃত ইতিহাস তুলে ধরেছেন । ২৬ ডিসেম্বর কোন দিবস থাকবেনা এটা তারা সহজে মেনে নিতে পারেনি ।

এছাড়াও ইংরেজি ব্যাকরণ এর ক্ষেত্রেও তারা আমূল পরিবর্তন এর সূচনা করেছে । তারা জানিয়েছে আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি হবে  " I am GPA 5 " . এটি ইংরেজি ব্যাকরণ এর ২০১৬ এস এস সি (বাংলাদেশ) ভার্সন । পুরনো যত ব্যাকরণ বই বাজারে আছে তা শীঘ্রই তুলে নেয়ার দাবী জানায় তারা ।

 দেখুন তাদের এইসব অমূল্য গেয়ান গরিমার সম্ভার


তাদের এই অস্বাভাবিক , অমূল্য প্রতিভা , গেয়ান - গরিমা , আবিষ্কার এর ক্ষমতা ও বাংলার প্রকৃত ইতিহাসকে তুলে ধরার ক্ষমতা দেখে বাংলাদেশ সরকার তাদেরকে সরাসরি জি পি এ ৫ কোটায় চাকরি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । তাদের আর পড়াশোনার দরকার নেই । তারা ফেসবুক এবং সেলফি নিয়ে যেন আরও মনযোগী হয় সে আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ।

    Blogger Comment
    Facebook Comment