সর্বশেষ খবর:

রুবেলের বিয়ে; বাসরঘরে খাট ভেঙ্গে পড়ে আহত ১


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। কিন্তু বৈবাহিক জীবনের প্রথম রাতটা বেশি সুখকর হয়নি এই নবদম্পতির। জানা যায়, বিয়ের দিন রাত আনুমানিক ১১ টার দিকে নতুন স্ত্রীকে সাথে করে বাসর ঘরে ঢুকেন রুবেল হোসেন।

আনুমানিক রাত ২ টার দিকে প্রকট শব্দে সারা বাড়ি কেঁপে উঠে রুবেল হোসেন এর। বাড়ির সবাই আতংকিত হয়ে সাথে সাথে বাসা থেকে বের হয়ে আসেন। কয়েক জনকে, ‘বোমা বোমা’ বলে চিতকার করতে শোনা যায়। কিন্তু রুবেল ও তার স্ত্রী বের হয়ে আসলে জানা যায় আসল রহস্য।
কালার কন্ঠের পার্ট টাইম সাংবাদিক উতপল শুভ্রকে রুবেল জানান, “আসলে বোমা-টোমা কিছু না। আমার খাট ভেংগে পড়েই এমন বিকট শব্দ।”

“বিয়ের প্রথম রাতেই ডাইরেক্ট ভাইঙ্গা দিলেন?” এমন প্রশ্নের জবাবে রুবেল হোসেন বলেন, “না না যা ভাবতেছেন তেমন কিছু না। খেলা তো শুরুই করতে পারলাম না, তার আগেই বালের খাটটা ভাইঙ্গা পড়লো। তবে আমি আশাবাদী। আজকে খেলা হয় নাই তো কি হইছে? কালকে হবে। খেলা হবেই!”
খাটটি শ্বশুরবাড়ি থেকে এসেছে কি-না জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যান রুবেল।

এদিকে একটি বিশ্বস্ত সুত্রে জানা গিয়েছে যে, এই খাট ভেঙ্গে পড়ার ঘটনায় একটি অবলা বিড়াল আহত হয়েছে। খবরটির নিশ্চিত করেন স্বয়ং রুবেল হোসাইন। তিনি বলেন, “আর বইলেন না। বন্ধুরা বলছিলো, বাসর রাতে বিড়াল মারতে হয়। তাই একটা বিড়াল ধইরা আইনা খাটের নিচে বাইন্ধা রাখছিলাম, ভাবছিলাম খেলা-ধুলা শেষ কইরা মারমু। কিন্তু বালের খাট ভাংগার আর সময় পাইলো না। তারপরেও বিড়ালটা যদি মরতো তাও কিছু একটা লাভ হইতো। কিন্তু শালা এখনো বাইচা আছে। খেলা-ও হইলো না, বিড়াল-ও মরলো না, উল্টা খাটটা ভাংলো। বালামার!” এমন সময় একটু চিন্তিত হয়ে পড়েন তিনি।

এদিকে এই ঘটনায় রুবেল হোসেনের প্রাক্তন প্রেমিকা নাজনীন আক্তার হ্যাপির প্রতিক্রিয়া জানতে চাওয়ার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে রুবেলের বিয়ের দিন তিনি তার ব্যাক্তিগত ফেসবুক এ্যাকাউন্টে একটি স্ট্যাটাস আপডেট করেন। স্ট্যাটাসটি হলো, “গাইজ, আমার মন আজকে অনেক খারাপ। কারন আমার কিউট আর গুলুগুলু পুসিটাকে অনেকক্ষণ ধরে খুজে পাচ্ছি না। তোমরা যদি কেউ আমার পুসিটাকে পেয়ে থাকো, তাহলে প্লিজ আমার কাছে ফিরিয়ে দিও। ও আমার অনেক আদরের পুসি। আমার পুসির মতো এত কিউট বিড়াল দুনিয়ার আর কোথাও নেই। আমার খুব কান্না পাচ্ছে গাইজ।”

সূত্র - কালার কণ্ঠ

(অসত্য প্রকাশের দুরন্ত সাহস )
    Blogger Comment
    Facebook Comment